রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভ্রাম্যমাণ আদালত  বাড়ির উঠানে গাঁজা গাছ চাষ করার অভিযোগে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও সেবনের জন্য গাঁজা মজুদ রাখার অভিযোগ  এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের আনছার ঢালীর ছেলে নুর মোহাম্মদ (২৫) ও কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা সার্কেলের উপপরিদর্শক বিজয় কুমার সাহা জানান, গোপন খবরের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার সকাল ১১টার দিকে কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটী গ্রামের নূর মোহাম্মদের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির উঠানে ১২ ফুট উচ্চতা বিশিষ্ট তিন কেজি ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার সার্কেলের উপপরিদর্শক মোঃ রাসেল কবীর বাদি হয়ে নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পরে ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

তিনি আরো জানান, কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলাম নিজে সেবন করার জন্য ৫০ গ্রাম গাজা নিজ বাড়িতে মজুত রাখেন। দুপুর ১২টার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে গাজাসহ রফিকুলকে আটক করা হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রফিকুলের নাম উল্লেখ করে মামলা দায়েরে করেন। পরে ভ্রম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কারাদণ্ড শেষে তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৩)