চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে ১২ পিস ফেন্সিডিলসহ রুবি বেগম (২৬) নামের এক নারী  মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ মাসুদ খলিফা পালিয়ে যায় বলে জানান ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাগণ। 

আজ মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে নারীকে আদালতের প্রেরণ করা হয়।

জানা যায়, সোমবার রাতে চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রুবি বেগম শাহরাস্তি উপজেলার মোঃ শাহজাহানের স্ত্রী। পলাতক আসামী মোঃ মাসুদ খলিফা ফরিদগঞ্জ উপজেলার আঃ মালেকের ছেলে। তারা শহরের পৌর ১৩ নং ওয়ার্ডের পাকা মসজিদ এলাকায় বসবাস করে আসছে।

জানা যায়, শহরের পৌর ১৩ নং ওয়ার্ডের পাকা মসজিদ সংলগ্ন মমিন গাজীর টিনশেড ঘরের দক্ষিণ পাশে রুমে মাদক ব্যবসায়ীরা অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে, এমন গোপন সংবাদ পুলিশের কাছে আসে।

এই গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মুহসীন আলমের নির্দেশে এসআই মোঃ শাহজাহান, এএসআই মোঃ হেলাল উদ্দিন ও এএসআই মোঃ শহিদুল্লাহসহ সংঙ্গীয় সদস্যরা অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামী মোঃ মাসুদ খলিফা পালিয়ে যায়। তবে রুবি বেগম কে ১২ পিস ফেন্সিডিলসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, গ্রেফতারকৃতকে নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এটি চলমান প্রক্রিয়াধীন।

(ইউএইচ/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)