গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে আসা মহিলা-শিশুসহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলো, মিনারা আকতার (১০), নুরবাহার (৫৫), রাশিদা বেগম (২০), সামিম আরা (১৯) ও মো. জনী (৩২)। এরা মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরসামাল গ্রামের ঠিকানা ব্যবহার করে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্যা জানান, আজ দুপুরে মাদারীপুর জেলার ভুয়া নাম ঠিকানা দিয়ে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসে ওই ৫ রোহিঙ্গা। এসময় অফিস কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের আটক করে। পরে অফিস কর্তৃপক্ষ তাদের ছেড়ে দিলে পুলিশ পাসপোর্ট অফিসের সামনের রাস্তা থেকে এদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
আটককৃত রোহিঙ্গারা জানায়, তারা সৌদিতে যাবার জন্য দালালের মাধ্যমে এখানে পাসপোর্ট করতে আসে। তারা মিয়ানমারের (বার্মা) অধিবাসী।
গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম জানান, এদের হাতে লেখা জন্ম-সনদ থেকে আমার সন্দেহ হয়। আটককৃতরা স্বীকার করেছে তাদের দেশ বার্মা। এদের পাসপোর্টের আবেদন বাতিল করা হয়েছে।
(এমএইচএম/এএস/এপ্রিল ৩০, ২০১৪)