রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় ৯ জনকে গ্রেফতার ও চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট পলাশবাড়ী পৌর শহরের এসএম হাইস্কুল মার্কেটের একটি কাপড়ের দোকানের সামনে থেকে ১৬০ সিসি টিভিএস ব্র্যান্ডের একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক। মামলার পর থেকে পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখেন।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৯ সেপ্টেম্বর) বিভিন্ন স্থান থেকে চোর সদস্যদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উদয়পুর গ্রামের মফিজুল ইসলামের বাড়ি থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন তাহসিন সরকার ওরফে তাওহিদ (১৯), জাহিদ হাসান (২০), ফরহাদ ইসলাম (২৫), মামুন সরকার (২৭), হৃদয় মণ্ডল ওরফে নুর ইসলাম (২৩), নাজমুল হক (২০), নয়ন সরকার (২৮), মন্টু পাল (৩০) ও মফিজল ইসলাম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মোটরসাইকেল চোরচক্রের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলটি মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

(আরআই/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৩)