ছিনতাইকারীর কবলে পড়ে লাশ হয়ে ফিরলো অটো চালক মিলন
নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা কুরমিড়া গ্রামের নুরুজ্জামাল ছেলে মিলন (২২) লাশ হয়ে বাড়ি ফিরলো। সংসারের হাল ধরতে অটো চালাতো মিলন। প্রতিদিনের বিভিন্ন জায়গায় ট্রিপ নিয়ে চলে যায় সে। ঘটনার দিন মাওয়া যায় সে যাত্রী হয়ে যায় ছিনতাইকারী। ওকে মেরে রাস্তায় ফেলে অটো নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশী ছিনতাইকারীর দল। বহু খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশের সহায়তা নেয় তার পরিবার। অবশেষে তার লাশ মিললো ঢাকা মেডিকেলে। ওখান হতে তার নিজ বাড়ি কুরমিড়া কফিন এলে এক শোকের ছায়া নেমে আসে।
আনোয়ার হালদার মেম্বার জানান, মিলন সাংসারের হাল ধরতেই চালাতো অটো। খুব ভাল একটা ছেলে, ওর মৃতুকে মেনে নিতে বড়ই কষ্ট হচ্ছে। এলাকায় যাত্রী বেশী ছিনতাইকারী অনেক মায়ের কোলকে খালি করে দিচ্ছে। প্রায়ই ঘটছে এমন ঘটনা। যা দমন করার ব্যাবস্থা না হলে বহু অটো চালক তাদের জীবন হারাবে।
(এনডিজি/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)