মাগুরায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ১

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ এক কারবারি আটক।
ডিবি মাগুরার এস আই কাজী শামসুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদরের কছুন্দী ইউনিয়নের রামনগর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় ৩০ বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারি মোঃ আলামিন (২৫) পিং মোঃ মোন্তবারী সাং- ছয়রিয়া থানা দর্শনা জেলা চুয়াডাঙ্গাকে আটক করে। বিষয় মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)