নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : বিভাগীয় নগরী ময়মনসিংহে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও অস্থিতিশীলতা বজায় রাখার জন্য উগ্রবাদ মোকাবেলায় করনীয় শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দিনব্যাপী টাউনহল মোড়ে এ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ জেলা হেযবুত তওহিদ।

ময়মনসিংহ বিভাগীয় সভাপতি রহমত উল্লাহ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহিদ কেন্দ্রীয় কমিটির সভাপতি হোসাইন মোহাম্মদ সেলিম।

এ সময়ে বক্তব্য রাখেন হেযবুত তওহিদ কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদিকা রুফায়দাপন্নী, ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদিকা রোজিনা আক্তার, ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, শেরপুর জেলা সভাপতি মোমিনুর রহমান পান্না, জামালপুর জেলা সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নেত্রকোনা জেলা সভাপতি আব্দুল কায়ইয়ুম, জেলা নারী সম্পাদিকা সাথী আক্তার পলি, নুসরাত জাহান পলি, পাপিয়া আক্তার, সুরমা আক্তারসহ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য হোসাইন মোহাম্মদ সেলিম বলেন সকল অন্যায়, অশান্তির বিরুদ্ধে আমাদের ঐক্য বদ্ধ থাকতে হবে।

(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)