স্পোর্টস ডেস্ক : এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে দল ঘোষণা হয়নি। তবে বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তামিমের বদলে জুনিয়র তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমকে ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে। লিটন দাসের সঙ্গে তারই ওপেন করার কথা।

এদিকে জানা গেছে, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব।

এদিকে জানা গেছে, পেস আক্রমণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দলে ঢুকে পড়েছেন তানজিম হাসান সাকিব। সেক্ষেত্রে পঞ্চম পেসার হিসেবে খালেদ আহমেদের সুযোগ মিলবে না।

সোমবার রাতেই জানা গেছে, বিশ্বকাপে পুরো সময় খেলতে পারবেন না তামিম। তিনি নাকি মাত্র ৫টি ম্যাচ খেলতে চেয়েছেন। নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এমনটা জানিয়েছেন তিনি।

কেউ কেউ একে বলছেন আবার, তামিম নাকি শর্ত দিয়ে বিশ্বকাপ খেলতে যেতে চান। যা নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও।

সব মিলিয়ে জটিল অবস্থা তৈরি হওয়ার কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠক করেন কোচ এবং অধিনায়ক। তার আগেই বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পাপন।

শেষ পর্যন্ত তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ পরিকল্পনা করতে হচ্ছে বিসিবিকে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)