ডেঙ্গু প্রতিরোধে ২০০ মশারী বিতরণ মাদারীপুরে
মাদারীপুর প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরের ২০০ অসহায় মানুষের মাঝে মশারী বিতরণ করা হয়েছে। পাশাপাশি খাদ্যসামগ্রী ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এগুলো বিতরণ করা হয়।
আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান লাভলু তালুকদার। বিশেষ অতিথি ছিলেন হাজরাপুর দরবার শরীফের পীরসাহেব আবু বকর সিদ্দিক, আফতাব উদ্দিন মিয়া ওয়াল্ড ফাউন্ডেশনের ফজলুর রহমান মিঞা, পেয়ারপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য রফিকুর ইসলাম সানা প্রমুখ।
আফতাব উদ্দিন মিয়া ওর্য়াল্ড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান মিঞা জানান, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে সহযোগিতা করা হচ্ছে। মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ কয়েক হাজার মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ, বছরের দুটি ঈদ-পুজা থেকে শুরু করে বিভিন্ন সময় সহায়তা দেয়া, বিনামূল্যে চোখের চিকিৎসাসহ নানা ধরণের কার্যক্রম চলানো হচ্ছে। এর মূল উদ্যোক্তা ও অর্থদাতা হচ্ছে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াদুদ মিয়া (জনি মিয়া)। তিনি ইতালী প্রবাসী হয়েও এই কার্যক্রম দীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন। যা নিয়মিত চলমান থাকবে।
(এএসএ/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)