সড়কে বাধা উপেক্ষা করে খুলনার রোডমার্চে বাগেরহাটের হাজার হাজার নেতাকর্মী
.png)
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সড়কের মোড়ে মোড়ে বাধা উপেক্ষা করে খুলনার রোর্ডমার্চে অংশ নিয়েছে বাগেরহাট বিএনপির হাজার হাজার নেতাকর্মী। আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে বাগেরহাট- খুলনা মহাসড়কের কাটাখালী জিরো পয়েন্ট মোড়ে মিছিল সহকারে বাগেরহাটের রামপাল, মোংলা, মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়। এরপর জেলা বিএনপি নেতা ড. শেখ ফরিদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মাসুদ রানার নের্তৃতে মিছিল করতে করতে শাসকদলের বাধা উপেক্ষা করে মহড়া মটরসাইকেল, পিকআপ ও মাহেন্দ্র যোগে খুলনায় যায়।
বাগেরহাটের পাঁচটি উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা মোড়ে আসার আগে কাটাখালী জিরো পয়েন্ট সকাল থেকেই শাষকদলের কিছু নেতাকর্মীরা লাঠি হাতে মহড়া দিয়ে প্রতিপক্ষের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করলেও বিকালে রামপাল, মোংলা, মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলার কয়েক হাজার নেতাকর্মী জড়ো হলে তারা গা ঢাকা দেয়।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৩)