বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে শেখ হাসিনা সেতু সংলগ্ন পূর্ব দিকে নতুন বাস টার্মিনাল এবং রাজা সীতারাম রায়ের কাচারি বাড়ি সংস্কার ও সৌন্দর্যবর্ধণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে,মঙ্গলবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ড.শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বরকত আলী, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ওই দিন বিকালে অতিথিবৃন্দ বাসে করে রাজা সীতারাম রায়ের বাড়ি অনুষ্ঠান স্থল পর্যন্ত ভ্রমণ করেন।

পরে কাচারি বাড়ি সংলগ্ন দোলমঞ্চ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল প্রমূখ। পরবর্তীতে অতিথিবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৩)