নিলামে উঠছে ১৫ কোটি বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল
আন্তর্জাতিক ডেস্ক : নিলামে উঠতে যাচ্ছে ১৫ কোটি বছরের পুরোনো ডাইনোসরের কঙ্কাল। ফ্রান্সের রাজধানীতে আগামী মাসে এই নিলাম অনুষ্ঠিত হবে। পারসিয়ান অকশন হাউজ হোটেল ড্রুট এ তথ্য জানিয়েছে। তাছাড়া তারাই বিক্রয় প্রক্রিয়াটি তদারকি করবে।
জীবাশ্মটি দৈত্যাকার উদ্ভিদ-খাদ্যের ওপর নির্ভরশীল ডাইনোসরের মতোই, যা জুরাসিক যুগের শেষের দিকে উত্তর আমেরিকা ও ইউরোপে বিচরণ করতো।
ব্যারি জেমসের নাম অনুসারে বিরল এই ডাইনোসরের নামকরণ করা হয় ব্যারি। ২০০০ সালের দিকে তিনি এর সন্ধান পান ও সংরক্ষণ করেন।
গত সপ্তাহে একটি বিবৃতিতে হোটেল ড্রুট জানিয়েছে, ব্যারি ক্যাম্পটোসোরিডির একটি প্রাপ্তবয়স্ক নমুনা, যা আবিষ্কৃত ডাইনোসরের প্রথম দিকের দলগুলোর মধ্যে একটি।
ডাইনোসরটির উচ্চতা দুই মিটার বা ছয় দশমিক ছয় ফুট। লম্বায় পাঁচ মিটার। কাঠামোগত দিক থেকেও অনন্য। আশা করা হচ্ছে, ডাইনোসরটির ১০ লাখ ডলারের বেশিতে বিক্রি হতে পারে।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২৩)