স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসিয়েছেন জিয়াউর রহমান।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের মহাসমাবেশে সোমবার বিকেলে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ৩টার দিকে মহাসমাবেশ স্থলে এসে পৌঁছান। দুপুর ৩টার সমাবেশ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা শুরু হয়। ৩টার আগেই রমনা কালী মন্দির সংলগ্ন মঞ্চের আশেপাশের জায়গা দলটির নেতাকর্মীদের পদচারণায় পূর্ণ হয় যায়।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

ইতোমধ্যে মঞ্চে এসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম সমাবেশে দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, যেকোনো মূল্যে একাত্তরের পরাজিত শক্তি, রাজাকার ও বিএনপি নেত্রী খালেদা জিয়া রুখতে হবে।

তিনি আরও বলেন, তাদের কাছে আমরা মাথা নত করব না। ২০১৯ সালেই দেশের নির্বাচন হবে।

সমাবেশে ঢাকা ও আশেপাশের জেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দিয়েছেন। ‘ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী এলাকা। নেতাকর্মীরা বিভিন্ন রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সমাবেশে অংশ নিচ্ছে।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ওএস/এটিআর/নভেম্বর ০৩, ২০১৪)