সালথা (ফরিদপুর) প্রতিনিধি : বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২, আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।

এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দার, পৌরসভার মেয়র নিমাই চন্দ্র, মহিলা বিষয়ক অফিসার কাকতি দত্ত উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দুটি নারী সংগঠনকে নগদ অর্থ ও পঞ্চাশজন নারী উদ্যেক্তার হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৩)