শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে এক নারী হোটেল শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারী।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে দিনাজপুর শহরের মীর্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন কালুর মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হোটেল শ্রমিকের নাম জয়া বর্মণ (৩৫)।

এ ঘটনায় তার স্বামী সপাল রায় আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে কোতয়ালী থানায় স্ত্রী হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত জয়া বর্মণের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বানডাঙ্গা গ্রামে। তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লায় আব্দুস সামাদের বাসায় বাড়া ছিলেন।

তার স্বামী সপাল রায় একটি ট্রাকটারের শো রুমে কাজ করেন।জয়া বর্মণদিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল সংলগ্ন কালুর মোড়ে জব্বার ক্যান্টিনের এক নারী শ্রমিক ছিলেন। জয়া বর্মণ-সপান দম্পতির ৭ম শ্রেণীতে পড়ুয়া ১৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,জয়া হোটেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালুর মোড়ে এ ঘটনাটি ঘটে। এক দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে তাকে এলোপাথাড়ি কুলিয়ে চলে যায়।এতে জয়ার হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন হয়ে মাটিয়ে পড়ে যায়। ঘাড় ও মাথায় মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা
তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আমরা হত্যাকান্ডের ক্লু খুঁজে পেয়েছি। আসামি চিহ্নিত করে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)