আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বেপরোয়াগতির বাস চাঁপায় সজিব বাড়ৈ (২৫) নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। বুধবার রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব উজিরপুর উপজেলার বাহেরচর গ্রামের রামলাল বাড়ৈর ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, বরিশালগামী তেতুলিয়া পরিবহনের একটি বাস উজিরপুরগামী মোটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজিব মারা যায়। খবরপেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘাতকটি বাসটি বরিশাল নগরী থেকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)