প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে দোয়া মাহফিল

দিলীপ চন্দ, ফরিদপুর : মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বাদ জোহর শহরের আলিপুরের হাসিবুল হাসান লাভলু সড়কে নবনির্মিত আওয়ামী লীগ অফিসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিয়াজ জামান সজিবের সঞ্চালনায়। অনুষ্ঠানের দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ শহীদুল্লাহ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ
সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া আগামীকাল বেলা ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)