কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে  জেলহত্যা দিবস উপলক্ষেসোমবার সকালে শোকর‌্যালী করেছে কিশোরগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ নেতা কর্মীরা। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র‌্যালীটি বের হয়ে শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সদর ছাত্রলীগের সভাপতি রিফাত উদ্দিন আহাম্মদ বচ্চনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শোক র‌্যালীতে অংশগ্রহণ করেন। শোক র‌্যালী শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বক্তারা জেলখানায় জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

(পিকেএস/এএস/নভেম্বর ০৩, ২০১৪)