আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পবিত্র ঈদে মিলাদুন্নবীতে রাষ্ট্রীয় ছুটির দিনে বৃহস্পতিবার একটি সরকারী কলেজে একাধিক পরীক্ষা নেয়ার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মুসুল্লীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃস্টি হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে ওই প্রতিষ্ঠানে কোন ধর্মীয় আয়োজন না করে সেই দিন একাধিক পরীক্ষা নেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের একমাত্র সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে। 

ওই কলেজের শিক্ষার্থীরা জানায়- বৃহস্পতিবার সকালে তাদের প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন দুপুরে এইচএসসি পরীক্ষার প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভির্য পূর্ণ এই দিনে যেখানে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে সেখানে কলেজ কর্তৃপক্ষর এহেন সিদ্ধান্তে তারা পরীক্ষায় বসতে বাধ্য হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে- এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষা গ্রহন এবং কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা হিসেবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার তারিখ বোর্ড কর্তৃক বাধ্যতামুলক নয়; তা সত্বেও বিশেষ এই মর্যাদাপূর্ণ দিনে কেন পরীক্ষা নেয়া হচ্ছে তার কোন সদোত্তর মিলছে না কলেজ কর্তৃপক্ষর কাছেও।
বোর্ডের নির্দেশনা অনুযায়ি ৪ অক্টোবরের মধ্যে এইচএসসি’র প্রাকটিক্যাল পরীক্ষ গ্রহনের নির্দেশনা থাকলেও কলেজের আভ্যন্তরীণ বার্ষিক পরীক্ষার বিষেয়ে নেই কোন বাধ্যতামুলক তারিখের নির্দেশনা। রাস্ট্রীয় ছুটিতে ধর্মীয় ভাবগাম্ভির্যপূর্ণ এই দিনে পরীক্ষা গ্রহন করায় উপজেলার সর্বত্র বইছে সমালোচনার ও নিন্দার ঝড়।

এ বিষয়ে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন আলী আযম এর ফোন রিসিভ করে বাংলা বিভাগের প্রভাষক গোলাম মোস্তফা বলেন- অধ্যক্ষ মিটিংএ আছেন। ঈদ-ই-মিলাদুন্নবী ও সরকারী ছুটির দিনে পরীক্ষা নেয়ার বিষয়ে প্রভাষক গোলাম মোস্তফা বলেন, পরীক্ষার বিষয়ে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। যদিও এটা বোর্ড বা সরকারের কোন সিদ্ধান্ত নয়। তবে ভবিষ্যতে তারিখের নির্ধারণের সিদ্ধান্ত নেয়ার সময়ে সরকারী ছুটির বিষয়ে তারা আরও শতর্ক হবেন বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাখাওয়াত হোসেন বলেন আজকের বিশেষ এই দিনে এবং সরকারী ছুটি ছুটির মধ্যে পরীক্ষা নেয়া ঠিক হয়নি। কেন পরীক্ষা নেয়া হলো সে বিষয়ে অধ্যক্ষর কাছে জানতে চাওয়া হয়েছে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে রাষ্ট্রীয় ছুটির দিনে পরীক্ষা গ্রহনে বিষয়টি জেলা প্রশাসক মহোদয়েকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)