মহম্মদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"বিনিয়োগ অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার"এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ তাহমিনা আফরোজ, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, প্রভাষক শামীমা, নারী নেত্রী শারমিন আক্তার রূপালী, শিক্ষার্থী বনশ্রী চ্যাটার্জী প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।
(বিএস/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)