দুর্গা পূজা উপলক্ষে লোহাগড়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা

লোহাগড়া প্রতিনিধি : নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে মন্দির ভিত্তিক পূজা কমিটির সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পর্ষদের আহবায়ক পরীক্ষিত সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ মো:আনোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পর্ষদের সহ-সভাপতি গৌতম দেওয়ান, নড়াইল জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব রনজিত ঠিকাদার, পূজা উদযাপন পর্ষদের নেতা জুড়োন ঘোষ, শিক্ষক কিংকর ঘোষ, মনি কুমার বিশ্বাস, অলোক পান্ডে, সুনীল বিশ্বাসসহ প্রমূখ।
সভায় আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে সংশ্লিষ্ট মন্দিরের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, এ বছর লোহাগড়া উপজেলায় ১৫১ টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভায় ৪১টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)