গৌরনদীতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য সোহেল জমদ্দার গ্রেপ্তার
.jpg)
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা চোরচক্রের সদস্য সোহেল জমদ্দারের স্বীকারোক্তি অনুয়ায়ী বরিশারের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পশ্চিম বাউরগাতি ও কটকস্থল গ্রাম থেকে চোরাইকৃত ২টি ব্যাটারী চালিত অটোভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার ডাসার থানায় অটোভ্যান মালিক জব্বার মাতুব্বর বাদি হয়ে শনিবার সকালে মামলা দায়ের করেছে।
ডাসার থানার উপ-পরিদর্শক পীযুষ কান্তি হালদার জানান, আন্তঃজেলা চোরচক্রের সদস্য সোহেল জমদ্দারকে পশ্চিম পূয়ালী এলাকা থেকে আটক করে স্থানীয়রা শুক্রবার থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আটককৃত সোহেল জমদ্দারকে ব্যাপক জিজ্ঞাসাবাদে একাধিক ভ্যান চুরির কথা স্বীকার করে।
গ্রেপ্তারকৃতকে আজ শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। সোহেল জমদ্দারের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)