আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মানবিক কাজে ইতোমধ্যে বরিশালজুড়ে ব্যাপক প্রশংসিত যুবকদের নিয়ে গঠিত গৌরনদী মানবিক সহায়তা সংগঠনের উদ্যোগে এবার নিজস্ব অর্থায়নে স্বেচ্ছাশ্রমে জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যকার সৃষ্ট বিশালাকার তিনটি গর্তে পাকা ঢালাই করা হয়েছে। এ কাজটা অত্যন্ত ছোট হলেও এর গুরুত্ব অনেক বড় বলে জানিয়েছেন ভূক্তভোগীরা।

জানা গেছে, গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে বন্দর সড়কের পল্লী বিদ্যুত অফিস সংলগ্ন ভাই ভাই শপিং কমপ্লেক্সের পাশে ও থানার মোড়ে রাস্তার মধ্যে পানি জমে তিনটি গর্তের সৃষ্টি হয়। ব্যস্ততম সড়কের ওইসব স্থান দিয়ে যানবাহন চলাচল করতে প্রতিনিয়ত বাঁধার সম্মুখীন হওয়ার পাশাপাশি দূর্ঘটনার আশঙ্কা লেগেই ছিলো। শুক্রবার বিকেলে বিষয়টি নজরে আসে গৌরনদী মানবিক সংগঠনের প্রধান উদ্যোক্তা মোঃ শিপন হাওলাদারের। অবশেষে সংগঠনের সদস্যদের নিয়ে ওইদিন (শুক্রবার) দিবাগত রাত দশটা থেকে একটা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে নিজস্ব অর্থায়নে বিশালাকার তিনটি গর্তের মধ্যে পাকা ঢালাই করা হয়েছে। এতে করে ওইসব স্থানে দুর্ঘটনার আশঙ্কা কেটে গেছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)