সাতক্ষীরার আগরদাঁড়ীতে সরকারি গাছ কেটে বিক্রি

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : গত শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা-বৈকারী সড়কের আগরদাঁড়ী মাদ্রাসার পার্শ্ববর্তী সরকারী রাস্তার পাশে থাকা দুটি লম্বুগাছ বিক্রি করার অভিযোগ উঠেছে কাদের গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, কদমতলা বৈকারী সড়কের পার্শ্ববর্তী কালভার্ট সংলগ্ন আব্দুল কাদেরের বসতবাড়ী ঢোকার পথের মুখে ওই লম্বু গাছ দুটির অবস্থান ছিল। তবে,গাছ দুটি সড়ক ভূমির সীমানায় ছিল। গাছ দুটি ৪৪ হাজার টাকায় আগরদাঁড়ী গ্রামের বেদেপুঁতা কোলনীর মৃত অছের আলীর ছেলে আনিছুর রহমানের কছে বিক্রি করে দেয়।শুক্রবার সকালে ৮-১০ জনের একটি গাছকাটা শ্রমিকদল দ্রুত গাছ দুটি কেটে নিয়ে যায়।
আব্দুল কাদের জানান়, গাছ দুটি আমার লাগানো ছিল। গাছ দুটি যেহেতু আমার লাগানো ছিল তাই দুটো বিক্রি করে দিয়েছি।
গাছ ক্রেতা হাসেম আলী জানান, আব্দুল কাদের বলে ,গাছ দুটি আমার লগানো, ওয়াপদার এস ও আমার আত্মীয়। কোন সমস্যা হলে আমি দেখব।তাই আমি ক্রয় করি।
জেলা পরিষদের সদস্য আমিনুর রহমান বাবু জানান, দুটি কাটছে আমি জানি না। তবে যদি রাস্তার গাছ হয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)