গোপালগঞ্জে নিরাপদ খাদ্য নিয়ে স্কুল সেমিনার ও শোভাযাত্রা
.jpg)
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক স্কুল সেমিনার ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ শহরের শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির ও শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার বিশ্বাস ।
সেমিনারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে শেখ হাসিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
সেমিনার শেষ শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)