আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির বাস চাঁপায় ফরিদ উদ্দিন খাঁন (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদ মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকার মৃত সৈয়দ আলী খানের ছেলে। 

অপরদিকে একইদিন রাত বারটার দিকে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের গৌরনদী বড়বাড়ি নামক এলাকায় খুলনাগামী বিআরটিসি বাস উল্টে দুর্ঘটনায় নারীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবরপেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পৃথক অপর দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, বরিশালগামী তেতুলিয়া পরিবহনের একটি বাস ফরিদ উদ্দিনকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে (ফরিদ) নিহত হয়। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করে।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)