আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের পুরাতন হিজলা থানার আওতাধীন দখলকৃত ৩৭৭ একর জমি দীর্ঘ ১০৬ বছর পর দখলদারদের কাছ থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ।

আজ মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ১৯১৭ সালের পর থেকে এ জমি স্থানীয় প্রভাবশালীরা যে যার মতো ভোগ করে আসছিলো। অবশেষে দখলদারদের হাত থেকে জমি উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও বলেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উদ্ধারকৃত জমিতে একটি পুলিশ ফাঁড়ি অথবা পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে।

(টিবি/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)