আসাদ সবুজ, বরগুনা : বরগুনার বামনা উপজেলার বামনা পাথরঘাটা সহাসড়কের চাড়াখালী নামক স্থানে ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ট্রাক ও মটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র বামনা উপজেলার মাঠ কর্মী জয়দেব নিহত হয়। সাথে থাকা অন্য এক মাঠ কর্মী মেহেদী হাসান গুরুত্বর আহত হয়। আহত এনএসআই সদস্য মেহেদী হাসান কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার (০৭ অক্টোবর) দুপুর ১টায় সময় এনএসআই’র মাঠ কর্মীরা বরগুনা থেকে বামনা সদরে উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য মটর সাইকেল যোগে আসার পথে উপজেলার চাড়াখালী গ্রামের ফায়ার সার্ভিস সংলগ্ন মহা সড়কে পৌছালে পাথরঘাটাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখী মটর সাইকেলের সংঘর্ষ হয়।

এনএসআই’র মাঠ কর্মীদের গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে বামনা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়দেবকে মৃত্যু ঘোষনা করেন এবং গুরুত্বর আহত মোঃ মেহেদীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান, মরদের হাসপাতালে রাখা হয়েছে। এনএসআই’র কর্তৃপক্ষ আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিহত এনএসআই’র মাঠ কর্মী জয়দেব এর বাড়ি চট্টগ্রামের পাচলাইস থানায় এবং আহত মেহেদীর বাড়ির পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলায়।

(এএস/এসপি/অক্টোবর ০৭, ২০২৩)