স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : অনলাইনে গুজব ও কুতথ্য প্রতিরোধে যশোরে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মাঝে সনদ প্রদান করা হয়।

আজ শনিবার বিকাল ৪ টায় যশোরের ‘বাঁচতে শেখা’ কনফারেন্স রুমে সনদ তুলে দেন যশোর জেলার অতিরিক্তি জেলা প্রশাসক তুষার কুমার পাল। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি), যশোর কেন্দ্র।

এর আগে গতকাল শুক্রবার সকাল ৯ টায় দুই দিনব্যাপী কর্মাশালা শুরু হয়। কর্মশালার প্রথম দিনে কুতথ্য বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার। শেষ দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গবেষক সিয়াম সারোয়ার জামিল ও হাফিজ আদনান রিয়াদ।

প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা করেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌল্লাহ, আইইডি’র উর্ধ্বতন সমন্বয়কারী জ্যোতি চট্টোপাধ্যায়, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, প্রোগ্রাম অর্গানাইজার রিপন কর্মকার।

(এসএ/এসপি/অক্টোবর ০৭, ২০২৩)