স্টাফ রিপোর্টার  :  সরকারকে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক শূন্যতা দূর করুন। তা না হলে যেকোনো ধরনের পরিস্থিতির দায় নিতে হবে।’

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ সরকারি ছুটি পুনর্বহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

কারাগারে জাতীয় চার নেতা হত্যার দায় আওয়ামী লীগকে নিতে হবে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘ওই সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো। সুতরাং এর দায় সরকারের নিতে হবে। এখনও গণতন্ত্র হত্যা করা হচ্ছে। এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।’

উল্লেখ্য,৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি।

এ সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় বিজয় দিবস। বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ এটা বিশ্বাস করে। কিন্তু যারা বাকশাল ও একদলীয় শাসনে বিশ্বাসী তারা এই দিনকে স্বীকার করতে চায় না।’

(ওএস/এইচআর/নভেম্বর ০৪, ২০১৪)