কেন্দুয়া প্রতিনিধি : প্রাইম ডিজিটাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মুছলিহা বলেছেন, শিক্ষার্থীদের আগে মানুষের মতো মানুষ হতে হবে। আমরা জ্ঞান বিজ্ঞান যতই অর্জন করিনা কেন যদি নৈতিকতার ও আদর্শের দিক থেকে পিছিয়ে থাকি সে ক্ষেত্রে  সমস্ত শিক্ষাটাই বিফল হয়ে দাঁড়ায়। 

তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি নতুন নতুন স্বপ্ন দেখতে হবে। সুন্দর সুন্দর সে স্বপ্ন একদিন না একদিন বাস্তবায়ন হবেই। সব শিক্ষার্থীদের ভালো মন্দ বিচার কর চলতে হবে, যোগ্যতা অর্জন করে সামনের পথে এগিয়ে যেতে হবে। আমরা দুই বছর এখানে সকল প্রকার শিক্ষা দেব। সেই শিক্ষা গ্রহণের মানষিকতা যাতে থাকে সে ব্যপারে সকল শিক্ষক মন্ডলি ও অভিভাবকগণকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

এইচ.এস.সি (বিএমটি) একাদশ শ্রেণির ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্য রাখাতে গিয়ে এসব কথা বলেন।

কেন্দুয়া উপজেলার রামপুর এলাকায় প্রতিষ্ঠিত প্রাইম ডিজিটাল ইনস্টিটিউটের প্রভাষক রেজাউল হকের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠান পরিচালনার পর্ষদের চেয়ারম্যান মো: মাহাবুবুল ইসলাম পরশ বলেন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-বিরোধী আন্দোলনের বিপ্লবী, রাজনৈতিক নেতা এবং প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার কর্মময় জীবনের উদাহারণ টেনে বলেন ১৯ বছর জেলে থাকা কালীন সময়ে যে কারারক্ষী তাকে প্রায় প্রতিদিনেই নির্যাতন করতেন রাষ্ট্রপতি হওয়ার পর তাঁকে খুঁজে বের করে নিজের হাতে আদর যত্ন করে খাওয়ালেন। কারারক্ষী নেলসন ম্যান্ডেলাকে দেখেই ভায়ে কাপতে শুরু করেছিলেন। কিন্তু নেলসন ম্যান্ডেলা সেই কারারক্ষীকে আদর যত্ন করে খাওয়ানোর পর তার গাড়ি দিয়ে তাকে বাড়ি পৌঁছে দেন। এটাই হল মানুষ হিসাবে মানবতার উদাহারণ। আমাদের জীবনেরও সকলকে এমন আদর্শ ধারণ করে চললে শত্রু মিত্রের কোনো পার্থক্য থাকবে না।

অনুষ্ঠানের বিশেষ অতিথি কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক হিসাবে পদক প্রাপ্ত সমরেন্দ্র বিশ্বশর্মা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের চেয়েও পবিত্র। তবে সেই পবিত্রটাকে ছাত্র শিক্ষক এবং অভিভাবক মিলেই রক্ষা করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে চলছি। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়বে। তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শৃঙ্খলাবোধ ও একে অপরের প্রতি দয়াশীল হওয়ার আহবান জানিয়ে নবীন বরণ অনুষ্ঠানে সব ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানান। একেই সঙ্গে প্রাইম ডিজিটাল ইনস্টিসিটিউটের প্রতি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে শিক্ষক মন্ডলি ও ছাত্র-ছাত্রীরাও তাদের মতামত তুলে ধরেন।

(এসবি/এসপি/অক্টোবর ০৮, ২০২৩)