মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে প্রগতি ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসায়  ইমরান হোসেন (২৬) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ক্লিনিকে হামলা চালিয়ে আহত করেছেন ক্লিনিক মালিক হাফিজুর রহমানকে। আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। ইমরান হোসেন মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড নতুন পাড়ার খাইরুল আলমের ছেলে এবং ঢাকার ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র।

স্থানীয় ও ইমরানের পারিবারিক সূত্রে জানা গেছে, পুরুষাঙ্গের পাশে পানি জমা জনিত রোগ অর্থাৎ হাইড্রোসিল অপারেশনের জন্য আজ সকালে ইমরানকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ায় অবস্থিত প্রগতি ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর বারটার দিকে তার অপারেশন সম্পন্ন করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারী কনসালটেন্ট ডা. এসএম নুর উদ্দীন রুমি। অপারেশন থিয়েটার থেকে রোগীকে বেডে রাখার পর সাড়ে বারটার দিকে তার মৃত্যু হয়। ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে এমন অভিযোগে রোগীর উত্তেজিত স্বজনরা ক্লিনিকে হামলা চালায়। মারধর কর হয় ক্লিনিকের মালিককে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এনবি/এএস/নভেম্বর ০৪, ২০১৪)