স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি(ভি.জে) সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যশোরে মানববন্ধন করা হয়েছে। 

আজ সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন করেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বি.এড (প্রফেশনাল) ব্যাচ ২৩ এর শিক্ষকরা। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা ঐই ছাত্রের স্থায়ী বহিস্কার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন। এছাড়া শিক্ষক সুরক্ষা নীতিমালা তৈরির আহবান জানান তারা।

সহকারি শিক্ষক বন্যা কুন্ডু বলেন, সারাদেশে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলছে। ভি.জে কলেজে ডিউটিরত অবস্থান শিক্ষার্থীর নকল আটকানোর কারণে একজন সহকারি শিক্ষককে মারপিট করা হয়েছে। শিক্ষক দেশ গড়ার কারিগর কিন্তু সেটার ফল যদি এমন হয় তাহলে মেধাবীরা এই পেশায় আসবে না। সেই জায়গা থেকে তারা শিক্ষক সমাজ তাদের সুরক্ষার দাবিও জানান।

মোঃ শাহারিয়ার রহমান বলেন, তাদের এক সহকর্মী শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তারা সমবেদনা জানাতে মানবন্ধন করছেন। তারা এই ঘটনার তিব্র ঘৃণা ও সুষ্ঠু তদন্ত পূর্বক শিক্ষার্থীর শাস্তির দাবি জানান।

ইমরান হোসেন বলেন, চুয়াডাঙ্গার ন্যাক্করজনক ঘটনার প্রতিবাদে সারাদেশে মানববন্ধন করছেন। তারা দেশ গড়ার ব্রত নিয়ে এই মহান পেশায় এসেছেন। কিন্তু তাদের জীবনের নিরাপত্তা নেয়। শিক্ষকদের পাঠদানের পরিবেশ সুন্দর করার জন্য তিনি দাবি করেন।

আফরোজা নীলা বলেন, গতকাল সারা দেশে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেকানে এক ছাত্র তার শিক্ষককে মারধর করেছে। ছাত্র শিক্ষকের গায়ে হাত দেওয়ার সাহস কোথায় পাচ্ছে? এই শিক্ষক এখন কি ভাবে সমাজে মুখ দেখাবে? এই ঘটনার বিচার দাবি করেন তিনি।

মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষক 'শিক্ষাগুরু কাঁদে কেন! জবাব চাই দিতে হবে', 'শিক্ষক সুরক্ষা নীতি, বাঁচাবে দেশ বাঁচাবে জাতি', 'প্রশাসন আজ কোথায়?', শিক্ষক লাঞ্ছনা জাতির লজ্জা!' এমন হাতে লেখা প্লাককার্ড প্রদর্শন করেন।

(এসএ/এসপি/অক্টোবর ০৯, ২০২৩)