মাজহারুল হক, মাগুরা : জীবনের জন্য, পরিবারে জন্য তামাক কোম্পানীর আগ্রাসন প্রতিহত করুন এই আহবান রেখে “দেশব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন : তামাক কোম্পানী বেপরোয়া” শীর্ষক সংবাদ সম্মেলন মাগুরায় অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন আরডিসি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

শহরের কলেজ পাড়ায় আরডিসি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিনতি রাণী দত্ত, আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, অনন্যা ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ ও বাস্তবায়নের মাধ্যমে তামাক কোম্পানীগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ‘তামাক মুক্ত বাংলাদেশ’ অর্জন তরান্বিত হবে। এতে আমাদের সন্তান ও প্রিয়জনদের সুরক্ষা নিশ্চিত হবে। এজন্য তামাক কোম্পানীর সব ধরনের অপ তৎপরতা বন্ধ করা জরুরী।

(এম/এসপি/অক্টোবর ১০, ২০২৩)