রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় একটি অটোরিকশা থেকে ১৯ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে গাইবান্ধা সদর থানায় এক প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মৃত মকবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৩৬), নুরুজ্জামান মিয়ার ছেলে নয়ন মিয়া (৪৫) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মৃত আব্দুল কাদের মিয়ার ছেলে হাফিজুর রহমান (৩৮)।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় বোয়ালী ইউনিয়নের নশরতপুর (ইন্দ্রারপাড়) গ্রামের সালাম মুন্সির বাড়ির পূর্ব পাশে বোনারপাড়াগামী পাকা রাস্তার ওপর একটি অটোরিকশা তল্লাশি করে ১৯ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতিময় গোপ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

(আরআই/এসপি/অক্টোবর ১০, ২০২৩)