ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস  নৈরাজ্যসহ নানা অপতৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে শান্তির পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত রয়েছে। দেশ বিরোধী যেকোন অপতৎপরতাকে এদেশের শান্তি ও উন্নয়নকামী জনগণ শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। বাংলাদেশকে নিয়ে যেকোন ষড়যন্ত্র অতীতের ন্যায় শক্তহাতে দমন করা হবে।’

কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে নীলফামারীতে, শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। আজ মঙ্গলবার বিকালে শহরের চৌরাঙ্গী মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশব্যাপী শান্তি ও উন্নয়ন সমাবেশের অংশ হিসেবে এই শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তি ও উন্নয়ন সমাবেশে নীলফামারী জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেছে।

শান্তি ও উন্নয়ন সমাবেশে নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ বক্তব্য রাখেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাফর সাদিক (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ ,আবু সুফি সবুজ, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রনবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক সহ জেলা ও উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে যুবলীগ নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরে দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে একটি মর্যাদাশীল দেশ হিসেবে স্থান করে নিয়েছে।

(ওআরকে/এএস/অক্টোবর ১০, ২০২৩)