মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহাম্মদপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, থানার পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ তিলাম হোসেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার, সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাগর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জগন্নাথ সাহা সহ বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৪০ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪০ বান ঢেউটিন মাথা প্রতি ৩ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

(বিএস/এসপি/অক্টোবর ১১, ২০২৩)