তবুও ভালোবাসি

আমি ভন্ড অনেকের মতো
শব্দ কথা দিয়ে ঢেকে রাখি জীবনের ক্ষত।
ইউরোপে জন্মালে আমি হতাম আগ্নেয়গিরি
নইলে হতাম বিষহরা লাভা কাঞ্চনজঙ্ঘার মতো দীপ্তিমান।
আমি জন্মেছি ধূলো মাখা এই বঙ্গ দেশে
জীবনের এই পথে প্রতিদিন কত লোক দেখি,
মানুষ দেখি কম।
ইনফিনিটি কমপ্লেক্স আমাকে ঘিরে ফেললে
আমি ফুঁসি না বরং সর্বংসহার মতো সয়ে যাই
বয়ে যাই জীবনের যত গ্লানি।
দুঃখ করি বিকৃত মস্তিষ্কের স্ফুরণ চারিদিকে ছড়ালে
শরীরে শিশু খাদ্য স্তনের
ঠিক দুই আঙুল নিচে যেখানে হৃদপিণ্ড থাকে
সেখান থেকে মানুষকে তবুও ভালোবাসি...