মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ফিলিস্তিনের অবরুদ্ধ নগরী গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলী বাহিনী কতৃর্ক ইতিহাসের নির্মম ভয়াবহ আগ্রাসনের প্রতিবাদে মৌভীবাজার শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। 

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজায় ইসরাইলী বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভে নামে দলটির নেতাকর্মীরা।

জুমার নামাজের পর শহরের পশ্চিমবাজার জামে মসজিদ থেকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দলটির নেতাকর্মীরা 'গো ব্যাক ইসরাইল' শ্লোগান দিতে দিতে মিছিল শুরু করেন। শান্তিপূর্ণ মিছিলটি কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেয়।

ইসলামী আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা এম.এ কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া, ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী।

সমাবেশে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যের নিপিড়ীত জনপদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইতিহাসের নির্মম আগ্রাসন চালিয়ে বর্বর ইহুদি সেনারা হত্যা করছে হাজার হাজার শিশু নারী-পুরষসহ নিরীহ ফিলিস্তিনিদের। ধ্বংস করে দিচ্ছে শতশত বাড়িঘর, মসজিদ, স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। অথচ নিশ্চুপ রয়েছে জাতিসংঘসহ পুরো পশ্চিমা বিশ্ব। ইসরাইলী বাহিনীর নির্মম বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেখানে চলছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে এক হয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরাইলী বাহিনীকে রুখে দিতে হবে।

(একে/এসপি/অক্টোবর ১৩, ২০২৩)