বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দেখান।

"সমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি মূলক উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম,

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর আবুল হাসনাত কাজল, শিক্ষক আনোয়ার হোসেন শাহীন, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী প্রমূখ।

(বিএস/এসপি/অক্টোবর ১৩, ২০২৩)