বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ বিক্রমপুরের টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন "বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন" এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলার শ্রীনগরে অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় দুইবছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।
এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুলকে সভাপতি ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুবকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মাইটিভি প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, যুগ্ন সাধারণ সম্পাদক বাংলা টিভির রুবেল মাদবর, সাংগঠনিক সম্পাদক যমুনা টেলিভিশনের আরাফাত রায়হান সাকিব, কোষাধ্যক্ষ বিজয় টিভির আসাদুজ্জামান জীবন, প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, তথ্য প্রযুক্তি ও সাহিত্য সম্পাদক ওয়েব নিউজের আপন সরদার, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক স্বাধীন বাংলার আফরোজা আক্তার।
কমিটিতে কার্যকরী সদস্য পদে রয়েছেন মোহনা টিভির সুজন পাইক, দিপ্তটিভির কায়সার সামির, ইন্ডিপেন্ডেন্ট টিভির জিতু রায়, চ্যানেল ফোরের জাফর মিয়া।
সংগঠনটির মাধ্যম্যে স্থানীয় সাংবাদিকদের কল্যাণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাবে।
(এএম/এসপি/অক্টোবর ১৬, ২০২৩)