বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে  ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে ১৬ অক্টোবর এই দিনে নহাটা ইউনিয়নের জয়রামপুর যুদ্ধে  পাকবাহিনীর ফায়ারে বুলেট বৃদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন আবীর হোসেন। মাত্র ১৬ বছর বয়সে  স্বাধীনতা যুদ্ধে  দেশকে স্বাধীন করতে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। দেশের পক্ষে যুদ্ধ করতে গিয়ে পাক সৈন্যদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ চলাকালীন তিনি শহীদ হন। মহম্মদপুর উপজেলা থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে  যুদ্ধ স্থান নহাটার- জয়রামপুর। জয়রামপুরে  তিনি যেখানে শহীদ হন ওই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

এছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেনের স্মরণে উপজেলার কাশিপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা সদরে শহীদ আবীর পাঠাগারের নামকরণ করা হয়। সে উপজেলার কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মৃত মুনছুর মোল্লা। এদিকে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

(বিএসআর/এএস/অক্টোবর ১৬, ২০২৩)