বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দূর্গা পূজার উৎসব উপলক্ষে ১২৭টি মণ্ডপে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।

এবছর বাবুখালী ইউনিয়নে-৩৩ টি মন্ডপে, বিনোদপুরে-১৩, দীঘা-১৫, রাজাপুরে -১৭টি বালিদিয়া-৫, মহম্মদপুরে-১০ টি,পলাশবাড়ীয়া-১৬ টি,ও নহাটা ইউনিয়নে-১৮ মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপলক্ষে উৎসহ উদ্দীপনার মধ্যে সনাতন ধর্মাবলম্বীরা পাঁচ দিনের এ পূজার আয়োজন করেছে। ২০ অক্টোবর থেকে মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবীর আমন্ত্রণ ও ২৪ অক্টোবর দশমী পূজা শেষে বিসর্জন হবে। ইতিমধ্যেই প্রতিটি মন্দিরে ভাস্কর রং তুলির সম্পন্ন করেছে।

শরতের কাঁশফুল ও ঢাকে কাঠি পড়লে বোঝা যাবে দেবী দুর্গার আগমন ঘটতে যাচ্ছে। এবার ঘোড়ায় চড়ে মহামায়া শারদীয় দেবী দুর্গার আগমন ঘটবে। এবং ঘোড়াতে চড়ে তিনি মত্ত থেকে গমন করবেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,দুর্গা উৎসবে আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বিটে বিট পুলিশের ২৪ ঘন্টা ডিউটি করবে । এছাড়া সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। মহম্মদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ জানান,,পুজার নিরাপত্তায় প্রতিটি মন্দিরে আনসার বাহিনী মোতায়েন থাকবে, পুলিশের স্টাইকিং ডিউটি রয়েছে, পুজা মন্দির কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। এবং প্রতিটি মন্দির কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

(বিএস/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)