সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়া খাদ্য গুদামের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকব্বির খান প্রবাস বলেছেন শতভাগ সেবা দিতে পারবনা, তবে স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে খাদ্য বিভাগের একজন সদস্য হিসাবে মানসম্মত ও গ্রহণযোগ্য সর্বোচ্চ সেবাটুকু দিতে সকল মহলের আন্তরিক সহযোগিতা চাই। তিনি বলেন, খাদ্য মাজুদ রাখা এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলেই সংশ্লিষ্ট বিষয়ে কোন প্রশ্ন ওঠে না। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একই পদে অনেক সুনামের সাথে দায়িত্ব পালন করে আসা দাবি করে এই কর্মকর্তা বলেন, আামর পূর্ব পুরুষদের জন্মস্থান ঐহিত্যবাহী উপজেলা কেন্দুয়াতেও উন্নত ও মানসম্মত সর্বোচ্চ সেবা দিতে কোন কৃপণতা করবনা। দেশের একজন নাগরিক হিসাবে যেহেতু, রাষ্ট্রিয়ভাবে দেশের কাজে আত্মনিয়োগ করার সুযোগ আছে সেজন্যই সেই সুযোগটুকু পুরোপুরি কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে চাই। 

গত ১৮ অক্টোবর বুধবার কেন্দুয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদানের পর বৃহস্পতিবার তার কার্যালয়ে এই প্রতিনিধির সাথে খোলামেলা আলোচনা করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে জন্ম নেওয়া এই কর্মকর্তা ২০০৬ সালে শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এর পর ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয় নিয়ে অনার্স সম্পন্ন করেন। তিনি ২০০৯ সালে বিসিএস এর নন ক্যাডার হিসাবে চাকুরীতে যোগদান করেন। কেন্দুয়ার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় তিনি আগামীর সুন্দর পথে সততার সাথে এগিয়ে যেতে চান।

(এসবি/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)