বরগুনা প্রতিনিধি : কোন প্রকার নোটিশ ছাড়াই সরকার নির্ধারিত সময়ের  আগেই বরগুনার পাথরঘাটা উপজেলার লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসের দরজা তালাবদ্ধ করে উধাও কর্মকর্তাসহ কর্মচারীরা। ফলে বিপাকে পরেছেন সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা।

বুধবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসের দরজায় তালা ঝুলতে দেখে বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানায় কয়েকজন স্থানীরা।

বিকেল পৌনে চারটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় লেমুয়া ইউনিয়ন ভুমি অফিসের দরজা তালাবদ্ধ। এসময় কয়েকজন সেবাপ্রার্থী হতাশা প্রকাশ করতে করতে অফিসের মূল ফটক থেকে বেড়িয়ে যাচ্ছেন। ওই ভূমি অফিসের ষ্ট্যান্ডেও টানানো নেই জাতীয় পতাকা।

অফিসের সামনে কয়েকজন দোকানীর সাথে হলে তারা জানান, ৪টার সময় অফিস বন্দ দেখা যাচ্ছে। তবে কোনও কারনও বলতে পারেননি তারা।

লেমুয়া ইউনিয়ন ভূমি উপ সহকারী (তহসিলদার) সুনিল বাবুর মুঠোফোনে বেশ কয়েকবার কল দিয়ে যোগাযোগ করলে তিনি গাড়িতে আছেন পাথরঘাটা উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশেই একজনের বিদায় অনুষ্ঠানে যাচ্ছেন বলে জানান। এবিষয়ে কোন লিখিতো নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে এসএমএস দিয়েছেন বলে জানান। পরে আবারো মুঠোফোনে যোগাযোগ করে অফিসের দরজায় তালা লাগানো এবং জাতীয় পতাকা নামানোর বিষয়ে কথা বলতে চাইলে তিনি স্যারের সামনে আছেন বলে ফোনটি কেটে দেন।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ভূমি কর্মকর্তা খান সালমান হাবিবের সাথে মুঠোফোনে স্বাক্ষাৎকার নিতে নিতে চাইলে, তিনি এ বিষয়ে স্বাক্ষাতকার দিতে অস্বীকৃতি জানান।

(এএস/এএস/অক্টোবর ২০, ২০২৩)