স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে শহরের টাউনহল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, যশোর সদর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরি। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার দাস। অনুষ্ঠানে উপকার ভোগীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মনোভাব ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ২ লাখ মানুষ প্রধানমন্ত্রীর নেওয়া বিভিন্ন প্রকল্পে উপকার ভোগ করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেয়। বর্তমান সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে ১৫০ টি ভাতা অব্যহত রেখেছে। সারাদেশের উন্নয়নের অংশ হিসাবে যশোরেও নেওয়া হয়েছে বড় বড় উন্নয়ন প্রকল্প। যশোর সদরবাসির পক্ষ্য থেকে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যশোর সদর উপজেলায় ২২-২৩ অর্থবছরে বয়স্ক ভাতা পাচ্ছেন ১৫৬০৫ জন, বিধবা ভাতা ৫২০৫ জন, প্রতিবন্ধি ভাতা ৯২১০ জন, অনগ্রসর ভাতা ১১৪ জন, হিজড়া ভাতা ৪ জন,প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি ৭৫ জন, অনগ্রসর শিক্ষা উপবৃত্তি ৪৮ জন, ভিক্ষুক পূর্ণবাসন ১০ জন, সমাজ কল্যাণ পরিষদে ২৫ জন, দগ্ধ ও প্রতিবন্ধি পুনবাসন কার্যক্রমে ২২ জন, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাচ্ছেন ২৯০ জন। এছাড়াও কাবিখা,দূর্যোগকালিন প্রনোদনা, কৃষি প্রনোদনা, গৃহহীন ও ভুমিহীনদের ঘর প্রদানসহ সাধারণ দরিদ্র মানুষ বিভিন্ন ভাবে উপকৃত হচ্ছেন।

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে আবালবৃদ্ধবনিতার পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো টাউন হল মাঠ। প্রসাশনের কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে হাজার হাজার মানুষের উপস্থিত মিলন মেলায় পরিনত হয়।

(এসএমএ//এএস/অক্টোবর ২১, ২০২৩)