সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার একটি পৌরসভাসহ ১৩ ইউনিয়নের ৫১টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠানের লক্ষ্যে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শরদীয় দুর্গোৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এমপি অসীম কুমার উকিল বলেছিলেন সিসি ক্যামেরা স্থাপন ছাড়া কোন পূজা হবে না।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক জানান আমরা দিনরাত পরিশ্রম করে সংশ্লিষ্ট্য লোকদের মাধ্যমে ৫১টি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা সার্থে পুলিশ, আনসার ছাড়াও গঠন করা হয়েছে স্বেচ্ছাসেক টিম। পূজা উদযাপন কমিটির কেন্দুয়া শাখার সাধারণ সম্পাদক সজল কুমার সরকার জানান সুন্দর ও নিরাপদভাবে পূজা উদযাপনের জন্য সিসি ক্যামেরার পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল শনিবার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

তিনি বলেন পূজার নিরাপত্তায় উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন পরিদর্শন টিম গঠন করা হয়েছে। তারাও মণ্ডপে মণ্ডপে যাচ্ছেন।

(এসএসবি/এএস/অক্টোবর ২১, ২০২৩)