ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ এসআই কোতোয়ালী থানার মনিরুজ্জামান
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠত্বের ধারায় কোতোয়ালি থানার চৌকস ও মেধাবী এসআই মনিরুজ্জামান। তিনি এবার সর্বোচ্চ বিবেচনায় ময়মনসিংহের রেঞ্জ পুলিশের বিভিন্ন দিক থেকে কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ হয়েছেন।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহ নবাগত রেঞ্জ ডিআইজি আবিদ হাসান বিপি এম (বার) রেঞ্জে শ্রেষ্ট এসআই হিসেবে হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা তুলে দেন।
বৃহস্পতিবার রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ সভায় আগষ্ট মাসের সার্বিক কর্ম মূল্যায়নের জন্য তিনি এই পুরস্কার প্রাপ্ত হন।
এ সময় অতিরিক্ত ডিআইজি মোঃ সাজ্জাদুর রহমান, সৈয়দ আবু সায়েম ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া সহ অন্যান্য জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার ও সার্কেল অফিসারগণ উপস্থিত ছিলেন।
এ সময় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বলেন, পুলিশ বিভাগের চৌকস ও মেধাবী একজন পুলিশ অফিসার মনিরুজ্জামান, তিনি দায়িত্ব, কর্তব্য পালনে মেধা ও দক্ষতার সাথে সব সময় এগিয়ে রয়েছেন। তাই আমাদের পরীক্ষায় সর্বদিক বিবেচনা করেই তাকে শ্রেষ্ট এস আই ঘোষনা করা হয়েছে।
কোতোয়ালী পুলিশ জানায়, সেপ্টেম্বর ২০২৩ মাসে বিপুল পরিমাণ মাদক, অপহৃত ভিকটিম উদ্ধারসহ আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা আদালতে নিস্পত্তির জন্য প্রেরন সহ একাধীক দায়িত্বের গুরুত্ব বহনে তিনি সক্ষমতার পরিচয় দিয়েছেন।
এর মাঝে তিনি ০৭ কেজি গাজা, ১৪০ বোতল ফেন্সিডিল, সাথে প্রাইভেট কার জব্দ। ৪০০ বস্থা চিনি সাথে একটি ট্রাক, একটি চোরাই মটর সাইকেল উদ্ধার সহ তালিকাভুক্ত ০৮ জন দূর্ধষ ডাকাত ও তাদের ব্যাবহ্নত একটি কাভার্ড ভ্যান, আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ৩ জন পলাতক আসামী কে গ্রেপ্তার করে তিনি নিজের উপর ঝুকি নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীলতা দেখিয়েছেন।
এই সময়ে তিনি নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনে নজির সৃষ্টি করে আইনের প্রতি তার দায়িত্ব বোধ জাগ্রত করেছেন এবং পুলিশ যে আইনের রক্ষক তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন একের পর এক।
এছাড়াও সার্বিক বিবেচনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ শ্রেষ্ট ওসি এবং এ এস আই হুমায়ুন কবীর শ্রেষ্ট এ এস আইয়ের পুরস্কার লাভ করেন।
এসময় বিভাগীয় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ নব্যযোগদানকৃত ডি আই আইজি আবিদ হোসেন বি পি এম (বার) এই পুরস্কার ও সম্মামনা তাদের হাতে তুলে দেন।
(এনআরকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৩)