তপু ঘোষাল, সাভার : মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হাজিরের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে সাভারের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্যটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ।

এর আগে, গত রবিবার (২৯ অক্টোবর) বিমানবন্দর থেকে বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। একইসঙ্গে বিএনপি নেতা মো.ইশরাক হোসেন ও সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও মামলা হয়।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশেকে ঘিরে সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি। তাকে সেখানে নিয়ে যান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।

(টিজি/এএস/অক্টোবর ৩১, ২০২৩)