বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

"স্মার্ট যুব সমৃদ্ধদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড.আবু আব্দুল্লাহেল কাফী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অতিথি ৫১ জনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ লক্ষ্য ৯০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করেন। এবং ৩০ জন যুবক যুবতীর হাতে সনদপত্র তুলে দেন। এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম।

(বিএস/এসপি/নভেম্বর ০১, ২০২৩)